দেশের বাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। এ দফায় ভরিতে ১ হাজার ৫০ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ১২ হাজার টাকায়। শুক্রবার থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হয়েছে।
এতে ২১ ক্যারেটে ১ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটে ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৭৩৫ টাকা।
জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস বৃহস্পতিবার রাতে স্বর্ণের দাম বাড়ানোর এ ঘোষণা দেয়। এর আগে সবশেষ ২ ডিসেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল সংগঠনটি।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে। এ কারণে দাম সমন্বয় করা হয়েছে। মূলত বৈশ্বিক বাজারে স্বর্ণের মূল্য সামান্য বৃদ্ধি পাওয়ায় দেশেও বাড়ানো হয়েছে।
গত ১৭ অক্টোবর দেশে স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় দাঁড়ায়, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ।
ডার্ক টু হোপ/এসএইচ