আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে ৯ ঘণ্টা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ভোটকক্ষের সংখ্যা দ্বিগুণ করার কথাও ভাবা হচ্ছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ইসি আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, ‘সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হতে যাওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা করছে ইসি। সেইসঙ্গে ভোটকক্ষে থাকা গোপনকক্ষ দ্বিগুণ করার ভাবনা রয়েছে। এ বিষয়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) অনুষ্ঠেয় কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’
ইসি আনোয়ারুল আরও বলেন, ‘গণভোট ও সংসদ নির্বাচনের ভোটটা সঠিকভাবে, সঠিক সময়ে করার ক্ষেত্রে গণনায় যাতে বিলম্বিত না হয়- কমিশন সভায় সেই সিদ্ধান্তও নেওয়া হবে।’
তিনি জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ক্ষণগণনা চলছে। সব ধরনের প্রস্তুতি শেষের মধ্যে রোববার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সভায় বসবে।
এদিনই সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের দিন নির্ধারণ চূড়ান্ত করতে চায় ইসি। এরপরই আনুষ্ঠানিকতা সেরে সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে বলে জানান এই ইসি কর্মকর্তা।
জানা যায়, সংসদ নির্বাচনের চূড়ান্ত তারিখ জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। কারণ ভোটের তারিখ চূড়ান্ত করতে আগামী রোববার (৭ ডিসেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
ডার্ক টু হোপ/এসএইচ