Publish: Tuesday, 2 December, 2025, 11:04 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিন বাহিনীর প্রধানরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান।
তাদের বহনকারী গাড়ি রাত ৯টার দিকে হাসপাতালের প্রধান গেইট দিয়ে ঢুকতে দেখা যায়। তারা হাসপাতালে কিছু সময় থাকেন। এরপর রাত ৯টা ২০ মিনিটের পর বেরিয়ে আসেন।
তিন বাহিনীর প্রধানদের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে দেখতে যাওয়ার বিষয়টি পরে এক বার্তায় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘‘তিন বাহিনী প্রধান ম্যাডামের পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তারা ম্যাডামের আশু আরোগ্য কামনায় দোয়া করেছেন।”
বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যান। সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিসা দিচ্ছে মেডিকেল বোর্ড।
দেশি-বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। তার চিকিৎসায় যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ দল আসছে বুধবার।
ডার্ক টু হোপ/এসএইচ