বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫,
১৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
জুরাইনে দুর্বৃত্তের গুলিতে অটোরিকশাচালক নিহত
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 2 December, 2025, 12:10 AM

রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পাপ্পু শেখ (২৬) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। পাপ্পু শেখ মাদারীপুরের রাজৈর থানা এলাকার বাসিন্দা। বর্তমানে পূর্ব জুরাইন এলাকায় থাকতেন বলে জানা গেছে।

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাপ্পুর বাবা মন্টু শেখ জাগো নিউজকে বলেন, আমার ছেলে পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। জুরাইন গ্যাস পাম্প রোডে আশরাফ মাস্টার আদর্শ স্কুলের সামনে স্থানীয় বাপ্পা ও কাঞ্চিসহ তিনজন মিলে পাপ্পুকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘কেন আমার ছেলেকে গুলি করে হত্যা করা হলো— এ বিষয়ে আমরা কিছুই জানি না।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক তারের ওপর কাপড়, মেট্রোরেল চলাচল বিঘ্নিত
পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার
ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝