বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫,
১৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
লাইনচ্যুত বগি উদ্ধার, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেট ব্যুরো
Publish: Sunday, 30 November, 2025, 8:54 AM

পৌনে চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ) লাইনচ্যুত বগির উদ্ধার কার্যক্রম শেষে রাত সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন সিলেট জিআরপি থানার ওসি আব্দুল কুদ্দুছ। 

এর আগে রাত পৌণে নয়টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় তেলবাহী ওয়াগনের (৯৫২) একটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি জানান, ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা বিশেষ ট্যাংক–ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। এর আগে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনের বাইরে চলে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খালি তেলবাহী ট্রেনটি ১৭টি বগি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেয়। ফেঞ্চুগঞ্জ রেল সেতুর একটু পেছনে মল্লিকপুর এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, তেলবাহী ট্রেনটি মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা হঠাৎ ডিরেল হয়ে পড়ে। এতে সিলেট–ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি। 

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক তারের ওপর কাপড়, মেট্রোরেল চলাচল বিঘ্নিত
পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার
ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝