হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাখনিয়া গ্রামে দুই বিএনপি নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেলে এ সংঘর্ষে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
জানা যায়, বানিয়াচং উপজেলার মাখনিয়া গ্রামের বিএনপি নেতা আকবর মিয়া ও মোর্শেদ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার করা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ