Publish: Wednesday, 26 November, 2025, 10:56 PM

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ সেপ্টেম্বর শেষে হিসাব অনুযায়ী, দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। এটি বর্তমান মোট বকেয়া ঋণের প্রায় ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত এই তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা।
অর্থাৎ মাত্র নয় মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ আরও ২ লাখ ৯৮ হাজার ৭৫০ কোটি টাকা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী সময়গুলোতে ব্যাংক থেকে বিভিন্ন নামে–বেনামে বেরিয়ে যাওয়া বিপুল অঙ্কের অর্থ এখন ধীরে ধীরে খেলাপি তালিকায় যুক্ত হচ্ছে।
একই সঙ্গে ঋণ শ্রেণিকরণের নিয়ম আন্তর্জাতিক মানে উন্নীত করায় অনেক ঋণ এখন নতুনভাবে খেলাপি হিসেবে শনাক্ত হচ্ছে। নবায়ন করা বহু ঋণ আদায় না হওয়াতেও বকেয়া পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।
সেপ্টেম্বর শেষে পুরো ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে—যা মোট ঋণের এক-তৃতীয়াংশেরও বেশি।
আগের বছরের একই সময়ের তুলনায় খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। এক বছরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩ লাখ ৫৯ হাজার ৭১৮ কোটি টাকা।
ডার্ক টু হোপ/এসএইচ