বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫,
১৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহ ব্যুরো
Publish: Sunday, 23 November, 2025, 1:18 PM

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) পরীক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে রেললাইন সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। এরপর সকাল ১১টায় রেল অবরোধের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস আটকে দেন। এতে ঢাকা-ময়মনসিংহগামী রেল চলাচল বাধাগ্রস্ত হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস’, ‘এক দুই তিন চার, পিএসসি তুই স্বৈরাচার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সময় চাই, সময়’, ‘যৌ‌ক্তিক সময় চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের জন্য যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই চাকরির ক্ষেত্রেই আবার নতুন বৈষম্যের উদ্ভব হয়েছে। আগের যেসব বিসিএস লিখিত পরীক্ষায় ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় দেওয়া হতো, সেখানে এই বছর শুধুমাত্র নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আমাদের কোনো অযৌক্তিক দাবি নয়। পিএসসিকে এটি মানতেই হবে। যে পর্যন্ত পিএসসি এই সময় পরিবর্তন না করছে, সেই পর্যন্ত অবরোধ চলবে।’

আরেক শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি বলেন, ‘শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম প্রস্তুতির সময় দিতে হবে, যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। পিএসসি যদি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ চলমান রাখে, তাহলে আমাদের অবরোধও চলমান থাকবে।’

‌ট্রেন যাত্রীরা আব্দুল কা‌দির বির‌ক্তি প্রকাশ ক‌রে ব‌লেন, শিক্ষার্থী‌দের দা‌বি যৌ‌ক্তিক। ত‌বে জনদু‌র্ভোগ যা‌তে না হয় সেই দি‌কেও তা‌দের নজর দি‌তে হ‌বে। তা‌দের যা দা‌বি দাওয়া আ‌ছে তা প্রশাস‌নের শীর্ষস্থানীয় ব্যক্তিদের আ‌লোচনা ক‌রে সমাধান কর‌তে হ‌বে। প্রায় দুই ঘণ্টা যাবৎ ট্রেনে আট‌কে আ‌ছি। যা প্রচণ্ড বির‌ক্তিকর।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক তারের ওপর কাপড়, মেট্রোরেল চলাচল বিঘ্নিত
পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার
ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝