মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫,
১১ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
শিক্ষা
দুই সপ্তাহের জন্য ঢাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
নিউজ ডেস্ক
Publish: Sunday, 23 November, 2025, 8:34 AM

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে রোববার (২৩ নভেম্বর) থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলগুলো খালি রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে ভূমিকম্প পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে বুয়েটের বিশেষজ্ঞ দলের সমন্বয়ে অবিলম্বে হাজী মুহম্মদ মুহসীন হলসহ বিভিন্ন হল পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিদর্শন দলে হল প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, ডাকসু ও হল সংসদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও পরিদর্শন শেষে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে। এ ক্ষেত্রে কারিগরি মূল্যায়নে ভবনের ঝুঁকিপূর্ণ বিষয় চিহ্নিত হলে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওইদিন ভূমিকম্পের সময় আতঙ্কে ঢাবির বিভিন্ন হল থেকে লাফিয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। তাদের অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। সবশেষ শনিবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পের সময়ও আতঙ্কে হল থেকে বের হতে গিয়ে ঢাবির কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

যমুনা অভিমুখে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা, পুলিশের বাধা
দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা
মেট্রোরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস পরীক্ষার্থীদের
গাজীপুরে গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝