Publish: Saturday, 22 November, 2025, 9:17 PM

দেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেবাবারের (২৩ নভেম্বর) সব ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ।
পোস্টে তিনি লিখেছেন, ‘আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।’
ফরহাদ আরও লিখেছেন, ‘ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসি স্যারকে এই ব্যাপারে কনসার্ন জানিয়েছি; তিনি সিদ্ধান্ত জানিয়েছেন। দ্রুতই অফিশিয়াল ঘোষণা আসবে।’
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। এ ঘটনায় ঢাকাসহ সারাদেশে ১০ জন নিহত হন। আহত হন কয়েকশ মানুষ।
গতকালের ওই ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়েরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আতঙ্কগ্রস্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের তিনতলা ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চারতলা থেকে নিচে লাফ দিলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থীর পা ভেঙে গেছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
ডার্ক টু হোপ/এসএইচ