বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫,
১৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির নেতাকর্মীদের মশাল মিছিল
গাইবান্ধা প্রতিনিধি
Publish: Saturday, 22 November, 2025, 9:04 PM

গাইবান্ধা–৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী শামীম কায়সার লিংকনের মনোনয়ন বাতিলের দাবিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আবারও মশাল মিছিল করেছেন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার দিনাজপুর মহাসড়কের কাটা বাজার এলাকায় বাগদা ফার্ম থেকে মশাল মিছিলটি শুরু হয়ে কাটা-ফাসিতোলা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা সড়কে অবস্থান নিলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

নেতাকর্মীদের অভিযোগ, শামীম কায়সার লিংকন গত ১৮-১৯ বছর দেশের বাইরে অবস্থান করায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ও আস্থার ঘাটতি রয়েছে। বিগত আন্দোলন-সংগ্রামেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল না বলে জানান তারা। 

তাদের দাবি, সংস্কারপন্থি হিসেবে পরিচিত লিংকনের পরিবর্তে ত্যাগী, নির্যাতিত ও জনপ্রিয় নেতাদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। তা না হলে আসনটি হারানোর আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন তারা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাপমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও থানা বিএনপির সদস্য আজহার মেম্বার। বক্তব্য দেন বিএনপি নেতা মাহতাব উদ্দিন সওদাগর, যুবনেতা মন্টু, রানু মণ্ডল বাবু, কাইয়ুম, যুবনেতা আনামতসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই প্রার্থী পরিবর্তনের দাবিতে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এর আগে, প্রার্থী ঘোষণার পর গত ২৪ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের বরাবর প্রার্থী পরিবর্তনের লিখিত আবেদন করেন মনোনয়নবঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবির আহমদসহ ছয় নেতা।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক তারের ওপর কাপড়, মেট্রোরেল চলাচল বিঘ্নিত
পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার
ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝