Publish: Thursday, 20 November, 2025, 11:22 PM

সিলেটের কৈলাশটিলা গ্যাসফিল্ডের পুরাতন কূপ থেকে ওয়ার্কওভার-এর মাধ্যমে নতুন করে গ্যাস উত্তোলন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, কৈলাশটিলার ১ নম্বর কূপ থেকে পুনরায় গ্যাস পাওয়া গেছে।
সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক জানান, এই কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে দৈনিক ৫ থেকে ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস। এই হারে অন্তত দশ বছর কূপটি থেকে গ্যাস উত্তোলন করা যাবে। কূপে মজুদ গ্যাসের বাজারদর হবে ৩ হাজার কোটি টাকার উপরে।
আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে জাতীয় গ্রিডে এ কূপ থেকে গ্যাস সরবরাহ করা হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ।
১৯৬১ সালে গ্যাসকূপটি আবিষ্কারের পর পঞ্চম বারের মতো খনন শুরু হয় চলতি বছরের আগস্টে। কূপটিতে ২০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। কূপটি পুনঃখনন কাজে বাপেক্সের খরচ হয়েছে ৭৩ কোটি টাকা।
এর আগে ২০১৮ সালে পুনঃখননের পর ১ বছর সচল ছিল গ্যাসকূপটি।
ডার্ক টু হোপ/এসএইচ