Publish: Wednesday, 19 November, 2025, 9:04 PM

গণভোটকে ‘অপ্রাসঙ্গিক’ বলে অভিহিত করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সংগঠনটি বলছে, সংবিধানে হ্যাঁ–না ভোটের কোনো বিধান নেই এবং এই এক্তিয়ারও অন্তর্বর্তী সরকারের নয়। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।
একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন নিয়ে এখনও সরব রাজনৈতিক অঙ্গন। এর মধ্যেই এই ভোটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিবি।
দলটির দাবি, সংবিধান সংশোধন বা পরিবর্তন নির্বাচিত সরকারের এক্তিয়ার, অন্তর্বর্তী সরকারের নয়। সেই কারণে গণভোটের বিষয়ে তারা কোনো সমর্থন দেয়নি, এমনকি সংশ্লিষ্ট নথিতেও স্বাক্ষর করেনি সিপিবি।
দলটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘সংবিধানের সংস্কার আমরা চাই। আমরা সংস্কারের বিরুদ্ধে না। কিন্তু সেটা করতে হবে নির্বাচিত সংসদের মাধ্যমে। সংবিধানের কোনো পরিবর্তন করার ক্ষমতা বা সংস্কার করার ক্ষমতা এই অন্তর্বর্তী সরকারের নাই, বা ঐকমত্য কমিশনের নাই। আমরা গণভোট সম্পর্কে বলেছি—এটা অপ্রয়োজনীয়। আমাদের সংবিধানের কোথাও গণভোটের কোনো বিধান নাই।’
এদিকে, আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চায় দলটি। ২৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। তার আগে সংগঠনকে সক্রিয় করা এবং মাঠে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার করছে সিপিবি।
সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন বলেন, ‘৩০০ আসনেই নির্বাচন করব, আমাদের জোটসঙ্গীদের নিয়ে। বাম গণতান্ত্রিক জোট এবং আগামী ২৯ তারিখ আমরা নতুন একটা জোট করছি, যেটা আমাদের আন্দোলনেরও জোট।’
প্রার্থী মনোনয়নে ১১ সদস্যের বোর্ড গঠন করেছে সিপিবি।
ডার্ক টু হোপ/এসএইচ