Publish: Friday, 21 November, 2025, 10:47 PM

সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানায় এবং মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে সশস্ত্র বাহিনীর অবদানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। বিবৃতিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহিদ ও সশস্ত্র বাহিনীর সকল শহিদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।
বিবৃতিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে।
দলটি উল্লেখ করে যে ১৯৭১ সালের ২১ নভেম্বর দিনটি মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষ গৌরবের, কারণ ওই দিন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। এই সম্মিলিত অভিযানে মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক সাধারণ মানুষ একসঙ্গে অংশ নেন, যা পরবর্তীতে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণেই দিনটিকে প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।
বিবৃতিতে আওয়ামী লীগ জানায়, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আধুনিক ও পেশাদার সশস্ত্র বাহিনী গঠনের ভিত্তি স্থাপন করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলেন। দলটির দাবি, তার ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্ত্বে আওয়ামী লীগ সরকার প্রযুক্তি–সমৃদ্ধ, আধুনিক ও দক্ষ সশস্ত্র বাহিনী গঠনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন এবং ‘ফোর্সেস গোল–২০৩০’-এর মাধ্যমে বাহিনীর বিস্তৃত আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেন।
আওয়ামী লীগের বিবৃতিতে সশস্ত্র বাহিনীর পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, মানবসেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভূমিকার জন্য বাহিনীর সদস্যদের প্রশংসা জানানো হয়। দলটি দাবি করে, জাতীয় সংকটের মুহূর্তে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের শেষ আশ্রয় হিসেবে দায়িত্ব পালন করে থাকে।
বিবৃতিতে আওয়ামী লীগ আশা প্রকাশ করে যে সশস্ত্র বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা বজায় রাখবেন।
ডার্ক টু হোপ/এসএইচ