Publish: Monday, 10 November, 2025, 1:39 PM

দেশে শীতের আবহাওয়া বিরাজ করছে। ভোরের কুয়াশায় শুভ্র শিশির দোল খাচ্ছে ঘাসের ডগায়। আগের থেকে তাপমাত্রা নেমে বাড়ছে শীতের অনুভব। উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমন আগেই টের পাচ্ছে পঞ্চগড়বাসী। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। হিমালয় থেকে নেমে আসা হিমেল বাতাস ও সকাল বেলার কুয়াশায় ভোর থেকেই শীতের আমেজ বইছে। ফলে শীতের আগমন আগেই টের পাচ্ছেন পঞ্চগড়বাসী।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন রোববার সকালেও তাপমাত্রা ছিল প্রায় একই, ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের সবুজ ঘাসে ঝলমল করছে শিশিরবিন্দু। সকালে হালকা কুয়াশায় ঢেকে আছে চারপাশ। দিনের বেলায় সূর্যের আলোতে খানিকটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা গড়াতেই নেমে আসে শীতলতা। ফলে লেপ-কম্বল, সোয়েটার ও চাদর হাতে নিতে শুরু করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানাচ্ছেন, ভোরে ঘুম থেকে উঠতেই শরীরে ঠান্ডা অনুভব হচ্ছে— বুঝে নেওয়া যাচ্ছে, শীত নেমে এসেছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড় ও আশপাশের জেলাগুলোতে শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। গ্রামীণ হাটবাজারে বেড়ে গেছে কম্বল, লেপ ও জ্যাকেটের চাহিদা।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “পঞ্চগড় অঞ্চলটি দেশের শীতপ্রধান এলাকা হিসেবে পরিচিত। গত কয়েক দিন ধরেই তাপমাত্রা ১৯ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ সকালেও রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে শীতের প্রভাব স্পষ্টভাবে বেড়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।”
ডার্ক টু হোপ/এসএইচ