Publish: Friday, 7 November, 2025, 1:51 AM

দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনের পর যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী রাজনীতিক ও সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় ৮৫ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেত্রী জানান, তিনি ২০২৭ সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর পুনর্নির্বাচনে অংশ নেবেন না। খবর বিবিসির।
এতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি ঘটছে। পেলোসি ছিলেন প্রথম নারী, যিনি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ডেমোক্র্যাট দলকে নেতৃত্ব দেন।
ভিডিও বার্তায় পেলোসি বলেন, আমরা ইতিহাস গড়েছি, আমরা অগ্রগতি অর্জন করেছি। আমাদের গণতন্ত্রকে শক্তিশালী রাখার জন্য আমাদের সব সময় এগিয়ে থাকতে হবে এবং আমেরিকান মূল্যবোধের পক্ষে লড়াই চালিয়ে যেতে হবে।
পেলোসি আরও বলেন, আমি যে শহরটিকে ভালোবাসি, সেই সান ফ্রান্সিসকোর প্রতি আমার বার্তা হলো — তোমরা তোমাদের শক্তি চিনে নাও।
১৯৮৭ সালে ৪৭ বছর বয়সে সান ফ্রান্সিসকো থেকে প্রথমবার কংগ্রেস সদস্য নির্বাচিত হন পেলোসি। এরপর দ্রুতই তিনি ডেমোক্র্যাট দলের অন্যতম শীর্ষ নেত্রীতে পরিণত হন।
২০০৭ সালে তিনি ইতিহাস গড়ে প্রথম নারী স্পিকার নির্বাচিত হন। ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন, এরপর ২০১৯ সালে পুনরায় স্পিকারের পদে ফিরে আসেন এবং ২০২৩ পর্যন্ত দায়িত্বে ছিলেন।
হাউস স্পিকার মার্কিন সংবিধানে নির্ধারিত একমাত্র কংগ্রেস পদ, যা প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের পর তৃতীয় স্থানে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে পেলোসি একাধিক প্রেসিডেন্টের নীতি বাস্তবায়ন বা প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি বারাক ওবামার প্রশাসনের সময় ওবামা কেয়ার স্বাস্থ্যসেবা আইন পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এছাড়া জো বাইডেনের শাসনামলে জলবায়ু, অবকাঠামো ও সামাজিক খাতে বিনিয়োগ আইন পাসে সহায়তা করেন।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার জন্য পেলোসি বেশ আলোচিত ছিলেন।
২০২০ সালে ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের কপি টেলিভিশন ক্যামেরার সামনে ছিঁড়ে ফেলার ঘটনাটি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তিনি দুইবার ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ার নেতৃত্ব দেন। প্রথমটি ২০১৯ সালে ইউক্রেন ইস্যুতে, যেখানে ট্রাম্পকে বাইডেনের বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। দ্বিতীয়টি ২০২১ সালে, যখন ট্রাম্পের ভাষণের পর তার সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালায়। দু’বারই রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে ট্রাম্প খালাস পান।
২০২২ সালে পেলোসি হাউসের ডেমোক্র্যাটিক নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এবং তার স্থলাভিষিক্ত হন হাকিম জেফরিস।
তবে স্পিকারের পদ ছাড়ার পরও তিনি রাজনীতিতে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছেন। সম্প্রতি তিনি ক্যালিফোর্নিয়ার প্রপোজিশন ৫০—একটি নির্বাচনী পুনর্বিন্যাস উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার মাধ্যমে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য পাঁচটি কংগ্রেস আসন পুনরুদ্ধার করার লক্ষ্য রয়েছে।
ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন এক নারী, যিনি একাধারে দৃঢ় নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও ঐতিহাসিক সাফল্যের প্রতীক হয়ে থাকবেন।
ডার্ক টু হোপ/এসএইচ