গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ১ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের। এ নিয়ে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৯২ জন এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি রোগী ১ হাজার ১০১ জন। এর মধ্যে ৩৫ শতাংশ নারী ও ৬৫ শতাংশ পুরুষ।
এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগী ৭৩ হাজার ৯২৩ জন।
এদিকে, ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৭ জন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭০ হাজার ৫২৯ জন।
ডার্ক টু হোপ/এসএইচ