শনিবার, ৮ নভেম্বর ২০২৫,
২৪ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ৮ নভেম্বর ২০২৫
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
নিউজ ডেস্ক
Publish: Sunday, 2 November, 2025, 7:14 PM

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে নতুন করে আরও ১ হাজার ১৬২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ৩ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৬১ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৬৩ জন, খুলনা বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, রাজশাহী বিভাগে ৯৮, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৮৩ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৩৭ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সদস্য প্রত্যাহার
নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সাপের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
গাজীপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা
স্বাস্থ্য- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝