Publish: Thursday, 16 October, 2025, 11:33 AM

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫৮ দশমিকর ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সারাদেশের ৯ হাজার ৩০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার শূন্য।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে এইচএসসিতে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। এবার তা বেড়ে হয়েছে ২০২টি। অর্থাৎ শূন্য পাস প্রতিষ্ঠান বেড়েছে ১৩৭টি।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের উচ্চমাধ্যমিক, আলিম (ভোকেশনাল, বিএম, ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র অথবা শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করা যাবে।
ডার্ক টু হোপ/এসএইচ