লজ্জাজনক হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ, দশকের ঘরে রান শুধু সাইফেরই
স্পোর্টস ডেস্ক
Publish: Wednesday, 15 October, 2025, 12:41 AM

দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় তাও দলীয় ১০০ ছাড়াতে পেরেছিল বাংলাদেশ। আজ আফগানিস্তানের দেয়া ২৯৪ রানের লক্ষ্যে বাংলাদেশ গুঁটিয়ে গেছে ৯৩ রানে। আফগানদের বিপক্ষে এ সংস্করণে এটিই বাংলাদেশের সবচেয়ে কম দলীয় রান। আফগানিস্তানের জয় ২০০ রানে। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটিই রানের হিসেবে সবচেয়ে বড় হার। রানের হিসেবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামেও এটিই সবচেয়ে বেশি রানের হার। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলোতেই জিতে টি-টোয়েন্টি সিরিজের হোয়াইটওয়াশ ফিরিয়ে দিলো আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে এটিই আফগানিস্তানের প্রথম ওয়ানডে হোয়াইটওয়াশের কীর্তি।
আবুধাবিতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৯৩ রান তোলে আফগানিস্তান। রান তাড়ায় বাংলাদেশ থেমেছে ৯৩ রানে। বাংলাদেশের হয়ে দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন শুধু সাইফ হাসানই (৪৩)। আর কেউ ১০ রানও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান করেছেন দশে নামা হাসান মাহমুদ। আফগানদের হয়ে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন বিলাল সামি। রশিদ খান নিয়েছেন ৩টি। পুরো সিরিজে সাকুল্যে ১১ উইকেট নিয়ে দেশের হয়ে রেকর্ড গড়েছেন রশিদ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে এটিই কোনো আফগান ক্রিকেটারের সর্বোচ্চ উইকেট।
এর আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। ৩৭ বলে ৬২ রানের ক্যামিওতে অপরাজিত থাকেন মোহাম্মদ নবী। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন সাইফ। ২টি করে নেন নাহিদ রানা ও তানভীর ইসলাম।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: