রবিবার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
বিনোদন
প্রথমবারের মতো ‘বিলিয়নিয়ার ক্লাবে’ শাহরুখ খান
বিনোদন ডেস্ক
Publish: Thursday, 2 October, 2025, 5:17 PM

বলিউডের কিং খান শাহরুখ খান আবারও আলোচনায়। এবার অভিনয় দক্ষতার কারণে নয়, সম্পদের দিক থেকে তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বের ধনী তারকাদের তালিকায়।

প্রথমবারের মতো প্রবেশ করেছেন সম্মানজনক বিলিয়নিয়ার ক্লাবে।

সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’ অনুযায়ী শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ এখন ১.৪ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর অঙ্ক প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি)।

চলচ্চিত্র জগতে ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ার শাহরুখ খানকে এনেছে এই সাফল্যে।

শুধু ভারত নয়, সম্পদের দিক থেকে তিনি পিছনে ফেলেছেন বহু আন্তর্জাতিক তারকাকে। তালিকায় কিং খানের পরের অবস্থানে আছেন— পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), কৌতুকাভিনেতা জেরি সাইনফেল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।

ভারতের ধনী তারকাদের তালিকাতেও শীর্ষে রয়েছেন শাহরুখ খান। হুরুনের হিসাব অনুযায়ী, তার পরেই অবস্থান করছেন অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার, যাদের সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন (২ হাজার ১৬০ কোটি টাকা), চতুর্থ স্থানে চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর, আর পঞ্চম স্থানে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

শুধু অভিনয় নয়, শাহরুখ খানের আয়ের উৎস বহুমুখী। তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ভিএফএক্স স্টুডিও রয়েছে। একইসঙ্গে জনপ্রিয় ক্রিকেট দল নাইট রাইডার্স স্পোর্টসে অংশীদারিত্বের পাশাপাশি পশ্চিম এশিয়ায় বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তির মালিক তিনি।

এই সাফল্যের মধ্য দিয়ে শাহরুখ খান আবারও প্রমাণ করলেন— তিনি শুধু বলিউডের ‘কিং খান’ নন, বরং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও সফল তারকাদের একজন।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

২ দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
ডিএসইতে কমেছে সূচক, ৭৯ শতাংশ কোম্পানির দরপতন
নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা
ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন যেসব দেশের নাগরিক
কলেজের পাশে ময়লার ভাগার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝