Publish: Saturday, 27 September, 2025, 10:39 PM

আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। বিমান ভাড়া কিছুটা কমায় এবার হজের খরচও গতবারের তুলনায় কমবে। রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নির্বাহী কমিটির সভা শেষে বিস্তারিত প্যাকেজ ঘোষণা করা হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মতো আগামী বছরও বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে। হজ এজেন্সিগুলো এর নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না।
চলতি বছরের হজে বিমান ভাড়া ছিল এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। আলোচনা শেষে আগামী হজে তা ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে নির্ধারণ হতে পারে। এতে ভাড়া ৮–১০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।
প্যাকেজভেদে হারাম শরীফ সংলগ্ন ৫০০–৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা, দুই কিলোমিটার এলাকার মধ্যে আবাসন, এবং আজিজিয়া এলাকায় সাশ্রয়ী আবাসন সুবিধার ব্যবস্থা থাকবে। সাশ্রয়ী প্যাকেজের মাধ্যমে হজ পালনে সাড়ে চার লাখ টাকার মতো খরচ হতে পারে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ–১ এর খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ–২ এ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘‘বিমান ভাড়া নিয়ে আলোচনা চলছে। শুল্ক ও ফি কমানোর বিষয়েও কথা হচ্ছে। রোববার প্যাকেজ ঘোষণা করা হবে।’’
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।
ডার্ক টু হোপ/এসএইচ