Publish: Friday, 26 September, 2025, 8:09 AM

১৭টি বিয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশালের সাবেক বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারী তার বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন। একইসঙ্গে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিও অপসারণেরও আবেদন করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তার পক্ষে আইনজীবী জিয়াউর রহমান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। কবিরের আরেক আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ জানিয়েছেন, আগামী সপ্তাহে এই রিটের ওপর শুনানি হতে পারে।
এর আগে, ১৬ সেপ্টেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তাকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে বরিশালের ভারপ্রাপ্ত ডিএফও হিসেবে দায়িত্ব পান পটুয়াখালীর উপ-বন সংরক্ষক মোহাম্মদ জাহিদুর রহমান মিঞা।
বরিশাল মহানগর প্রথম আমলি আদালতে কবির হোসেনের বিরুদ্ধে ১৭ নারীকে বিয়ের অভিযোগে মামলা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) হাফিজ আহমেদ বাবলু। মামলায় অভিযোগ করা হয়, প্রতারণার মাধ্যমে একে একে ১৭টি বিয়ে করেন কবির, যেগুলোর বেশির ভাগই পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন রেখে সম্পন্ন হয়েছে। এতে মুসলিম পারিবারিক আইন ১৯৬১-এর ৬ ধারাসহ ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা কবির হোসেন বরিশালে ডিএফও হিসেবে যোগ দেন ২০২৪ সালের ৩১ অক্টোবর। এর আগে তিনি খুলনায় কর্মরত ছিলেন।
গত ১১ সেপ্টেম্বর বরিশালে বিভাগীয় বন কার্যালয়ের সামনে কয়েকজন নারী ও তাদের স্বজন মানববন্ধন করে তাকে বিচার দাবি করেন। তারা দাবি করেন, সবাই কবিরের স্ত্রী এবং প্রতারণার শিকার। এরপর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অভিযোগের ভিত্তিতে বন মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি গঠন করে এবং সরেজমিন তদন্তের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ডার্ক টু হোপ/এসএইচ