বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
জাতীয়
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে
নিউজ ডেস্ক
Publish: Monday, 1 September, 2025, 8:03 AM

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে বিদেশ সফরে যেতে দেওয়া হয়নি। রোববার (৩১ আগস্ট) বিকেল পাঁচটার ফ্লাইটে নামিবিয়া যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়।

অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে হাবিবুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ১১ জন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বাকি ১০ জন সফরে গেলেও তিনি যেতে পারেননি।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ইমিগ্রেশন সম্পন্ন করার পর বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় তাকে জানানো হয়, সরকারের নির্দেশে তার বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নরসহ সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে দুদককে চিঠি দেওয়া হয়। সেই তালিকা ইমিগ্রেশন পুলিশকেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন দুই ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশীদ আলম, বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস এবং নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া হাবিবুর রহমান ও নূরুন নাহার এখনো দায়িত্বে আছেন।

ড. হাবিবুর রহমান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ও ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

নাটোরে ড্যাব নেতাকে গলাকেটে হত্যা, সাবেক পিএ আসাদ গ্রেপ্তার
নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ ঠেকানোর আশ্বাস প্রধান উপদেষ্টার
বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝