বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
জাতীয়
নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: ইউনূস
নিউজ ডেস্ক
Publish: Sunday, 31 August, 2025, 10:55 PM

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে।

রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। সব রাজনৈতিক দলকে তিনি পুনরায় আশ্বস্ত করেছেন যে নির্বাচন ছাড়া কোনো পথ নেই।

তিনি আরও জানান, বৈঠকের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জুলাই সনদ চূড়ান্ত করার অগ্রগতি এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আলোচনা হয়।

দুর্গাপূজা ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে বলেন, যাতে কোনো ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়।

জাতীয় পার্টিসহ অন্যান্য দলের মতামত নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল ও ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

নাটোরে ড্যাব নেতাকে গলাকেটে হত্যা, সাবেক পিএ আসাদ গ্রেপ্তার
নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ ঠেকানোর আশ্বাস প্রধান উপদেষ্টার
বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝