রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে সাজ্জাদ হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বসিলার আরাম মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও ভাঙচুর করা একটি সিএনজি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে এলাকায় ছিনতাই বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার সকালে ছিনতাইয়ের সময় সাজ্জাদকে ধরে ফেলেন উত্তেজিত জনতা এবং বেধড়ক মারধর করেন।
মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডার্ক টু হোপ/এসএইচ