Publish: Sunday, 31 August, 2025, 8:35 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত অন্তত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই শিক্ষকও আহত হন।
শনিবার গভীর রাতে শুরু হওয়া এ সংঘর্ষ ভোর সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।
চবির মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার মো. টিপু সুলতান বলেন, “একই দিনে এত শিক্ষার্থীকে আহত অবস্থায় আমি আগে দেখিনি। প্রায় শতাধিককে চিকিৎসা দিয়েছি।” তিনি অভিযোগ করেন, একাধিকবার ফোন করা হলেও চিফ মেডিকেল অফিসার সাড়া দেননি।
মারধরের শিকার শিক্ষার্থী দর্শন বিভাগের ২০২৪-২৫ সেশনের ছাত্রী সাফিয়া খাতুন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে বাসায় ফিরলে তিনি গেট বন্ধ পান। বারবার অনুরোধ করেও দারোয়ান গেট খুলছিল না। পরে সহপাঠীরা আসার পর গেট খোলা হয়, তবে ভেতরে ঢোকার সময় দারোয়ান তাকে উদ্দেশ্য করে অশোভন কথা বলেন ও ধাক্কা-থাপ্পড় মারেন।
এ ঘটনায় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে দারোয়ানের ওপর চড়াও হন। দারোয়ান পালিয়ে গেলে খবর ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা গেটে জড়ো হলে স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষের সময় স্থানীয়দের দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় এবং তারা গেটসংলগ্ন শিক্ষার্থীদের আবাসিক এলাকায় হুমকি দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরবর্তীতে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করলে পরিস্থিতি শান্ত হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী সাফিয়া বলেন, “গেট বন্ধ থাকায় দারোয়ানকে অনুরোধ করি, কিন্তু সে গেট খোলেনি। পরে খারাপ ব্যবহার করে এবং দু’বার ধাক্কা দেয়। জোর করে ঢুকতে চাইলে লাথি-থাপ্পড় মারে।”
সেনাবাহিনীর মেজর সাহরিয়ার বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
চবি প্রক্টর অধ্যাপক ড. তানভির হায়দার বলেন, “শিক্ষার্থীদের আহত হওয়া অত্যন্ত দুঃখজনক। সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
ডার্ক টু হোপ/এসএইচ