বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
অবশেষে উখিয়ায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
Publish: Saturday, 30 August, 2025, 10:10 PM

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া দুই কিশোর শিক্ষার্থীর লাশ ভেসে উঠেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৩০ আগস্ট) ভোরে সাগরের ভাটার সময় প্রথমে উদ্ধার করা হয় মোহাম্মদ নাজমুল হাসান সায়েমের (১৬) লাশ। তিনি মনখালী এলাকার বাসিন্দা নাজির হোছনের ছেলে এবং উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

এরপর একইদিন দুপুরে কোস্টগার্ড ও স্থানীয়রা আরেক কিশোর শিক্ষার্থী হাবিবুল আবছারের (১৭) ভাসমান লাশ উদ্ধার করেন। তিনি মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দুই শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল। একপর্যায়ে তারা পানিতে ভেসে যায়। পরে ভিন্ন ভিন্ন সময়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝