ব্যাটে লিটন দাস আর সাইফ হাসানের ঝড়ো ইনিংস, সঙ্গে বোলিংয়ে তাসকিন আহমেদের আগুনঝরা পারফরম্যান্স—সব মিলিয়ে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান তোলে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন তেজা। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ, ২৮ রানে নেন ৪ উইকেট। এছাড়া সাইফ হাসান ফেরান ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার পারভেজ হোসেন ইমন ইনিংসের প্রথম তিন বলে হাঁকান তিনটি বাউন্ডারি, তবে ১৫ রান করে দ্রুত বিদায় নেন। তানজিদ তামিমও ফেরেন ২৯ রানে।
তবে অন্যপ্রান্তে ছিলেন অধিনায়ক লিটন দাস। সমালোচনার জবাব দিয়ে মাত্র ২৬ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন সাইফ হাসান। দীর্ঘ সময় পর দলে ফেরা এই ব্যাটার খেলেন ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ঝড়ো ইনিংস।
বাংলাদেশ ১৩.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। হাতে থাকে ৩৯ বল।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস— ১৩৬/৭ (২০ ওভার) [তেজা ২৬, ও’ডাউড ২৩; তাসকিন ৪/২৮, সাইফ ২/১৮]
বাংলাদেশ— ১৩৮/২ (১৩.৩ ওভার) [লিটন ৫৪*, সাইফ ৩৬*, তানজিদ ২৯]
ডার্ক টু হোপ/এসএইচ