বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি টাকা
কিশোরগঞ্জ প্রতিনিধি
Publish: Saturday, 30 August, 2025, 9:58 PM

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড পরিমাণ অর্থ। চার মাস ১৭ দিন পর শনিবার সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি লোহার দানবাক্স। দিনভর গণনার পর রাত ৮টার দিকে জানা যায়, এবার দান এসেছে মোট ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। এটাই মসজিদের ইতিহাসে সর্বোচ্চ দান।

টাকা গণনায় অংশ নেন চার শতাধিক কর্মী, যাদের মধ্যে ছিলেন মসজিদের কর্মচারী, মাদরাসার ছাত্র, ব্যাংক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা। নিরাপত্তায় দায়িত্ব পালন করে সেনা, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা। তদারকিতে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণালঙ্কার, রূপা ও বৈদেশিক মুদ্রা। এবার প্রথমবারের মতো চালু হওয়া অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এসেছে ৫ লাখের বেশি টাকা।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া যায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা। এবারের দান সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “মানুষ বিশ্বাস করেন, এখানে দান করলে মনোবাসনা পূর্ণ হয়। শুধু মুসলমান নয়, সব ধর্মের মানুষই এখানে দান করেন। অনেকে নগদ টাকার পাশাপাশি পশু-পাখিও দান করে থাকেন।”

তিনি আরও জানান, এই অর্থ দিয়ে প্রায় শতকোটি টাকা ব্যয়ে একটি আন্তর্জাতিক মানের বহুতল ইসলামিক কমপ্লেক্স নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, পুরো গণনা প্রক্রিয়া ছিল সুরক্ষিত ও স্বচ্ছ।

মসজিদের তহবিল থেকে পাওয়া লভ্যাংশ দিয়ে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা করা হয় এবং একটি মাদরাসা পরিচালিত হচ্ছে। বর্তমানে তহবিলে প্রায় শতকোটি টাকা জমা রয়েছে।

তিনতলা বিশিষ্ট এই পাগলা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, কিশোরগঞ্জবাসীর আবেগ ও বিশ্বাসের প্রতীক। দেশবিদেশে ছড়িয়ে পড়েছে এর খ্যাতি।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝