বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
গ্যাস লিকেজ থেকে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, দগ্ধ দুইজন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Publish: Thursday, 28 August, 2025, 11:26 PM

নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) সামনে গ্যাস লিকেজ থেকে একটি অ্যাম্বুলেন্সে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ দুইজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার মনোয়ারা বেগম (৪৮) এবং অ্যাম্বুলেন্স চালক বিজয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে মনোয়ারা বেগম তার আট বছরের অসুস্থ নাতিকে চিকিৎসার জন্য ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসেন। শিশুর অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। রাত আটটার দিকে ভাড়া করা অ্যাম্বুলেন্সে ওঠার সময় হঠাৎ লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। এতে চালক বিজয়ের শরীর ও হাত দগ্ধ হয় এবং পাশে থাকা মনোয়ারা বেগমের শরীরের ডান পাশ পুড়ে যায়। এ সময় হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম জানান, কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে দুটি গ্যাস সিলিন্ডার ছিল। গাড়িটি চালক স্টার্ট দেয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, সিলিন্ডারের লিকেজ থেকে গাড়ির ভেতরে গ্যাস জমে ছিল বলে ধারণা করা হচ্ছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝