বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
টেকনাফে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৫ শতাধিক কার্তুজ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
Publish: Wednesday, 27 August, 2025, 8:03 AM

কক্সবাজারের টেকনাফে ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৮টি ম্যাগাজিনসহ ৫০৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের খরের দ্বীপ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব উদ্ধার করা হয়।

জব্দ অস্ত্রগুলো হলো ২টি জি ৩ রাইফেল, ১টি এমএ ওয়ান (ভেরিয়েন্ট এম কে ২) ১টি এলএম ১৬ রাইফেল। এছাড়া ৮টি ম্যাগাজিন, ১৯৯ রাউন্ড জি ৩, ১২০ রাউন্ড এমএ ওয়ান এবং ১৮৮ রাউন্ড এলএম ১৬ রাইফেলের গুলিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১০টায় উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানান।

তিনি আরো জানিয়েছেন, খরের দ্বীপ এলাকায় নদী পথে বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহজনক কিছু লোকের উপস্থিত টের পায় বিজিবি। তখন বিজিবি সদস্যদের দেখে তারা দুই-তিন রাউন্ড ফায়ার করে মায়ানমারের অভ্যন্তরে নৌকা করে পালিয়ে যায়। পরে ওই এলাকা গভীর অনুসন্ধানের মাধ্যমে নির্দিষ্ট স্থানে লুকানো অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ থানায় আলামত হিসেবে জমা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝