খুলনার ডুমুরিয়ায় ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইক চালক মুজাহিদুল ইসলাম। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা আহত অবস্থায় অটোরিকশার যাত্রী রিনা বেগমকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ‘আহত অবস্থায় রুস্তম আলী এবং হাফিজ সরদার নামে দুজনকে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় হাফিজ সরদারেরও মৃত্যু হয়। নিহতদের বাড়ি ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।’
এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূ নিপা (২২), কলেজছাত্রী সামিয়া খাতুনসহ তিনজন চিকিৎসাধীন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।
ডার্ক টু হোপ/এসএইচ