বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
মওলানা ভাসানী সেতু উদ্বোধনের পরের দিনই ল্যাম্পপোস্টের তার চুরি
গাইবান্ধা প্রতিনিধি
Publish: Friday, 22 August, 2025, 6:43 PM

মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের এক দিন না যেতেই সেতুর ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনা ঘটেছে। চোর ধরতে মাঠে নেমেছে প্রশাসন। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ। তিনি গণমাধ্যমকে বলেন, চুরি-সংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সেতুর শৃঙ্খলা রক্ষায় আজ থেকেই পুলিশ সদস্য রাখার ব্যবস্থা করা হচ্ছে। শিগগিরই একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং স্থায়ী ক্যাম্পের জন্যও আবেদন করা হয়েছে। 

বুধবার (২১ আগস্ট) গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এটি উদ্বোধন করেন। 

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী জানান, উদ্বোধনের পর দিনই সেতুর ল্যাম্পপোস্টের ৩১০ মিটার তার রাতেই চুরি হয়ে গেছে। তার মূল্য প্রায় ৫ লাখ টাকা হতে পারে। দুই-তিন দিনের মধ্যে পুনঃসংযোগ ঠিক করা হবে। পাশাপাশি সেতুতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝