পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ৯টার দিকে আসাদের ঘরের জানালা দিয়ে কয়েকজন মোবাইল ফোন চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দৌড়ে গিয়ে একজনকে ধরে ফেলেন। তখন চোরদের মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত যুবকের নাম সজীব। তিনি একই উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীবকে আটক করা হয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ