বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
সাড়ে ৫ মাস পর হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি
দিনাজপুর প্রতিনিধি
Publish: Sunday, 17 August, 2025, 8:58 PM

সাড়ে ৫ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় দুটি ভারতীয় পেঁয়াজবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। এ তথ্য নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন।

হিলির মেসার্স সততা বাণিজ্যালয় ও নওগাঁ জেলার জগদীশ চন্দ্র বসু ট্রেডার্স নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ৫৯ টন ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি করেছে।

এদিকে, পেঁয়াজ আমদানির খবরে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ক্রেতারা বন্দরে পেঁয়াজ কিনতে ভিড় করেছেন। ফলে বন্দর অভ্যন্তরে বেড়েছে কর্মচাঞ্চল্যতা।

আমদানিকারকরা জানান, প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়েছে ৫৬ থেকে ৫৮ টাকা। দাম হাঁকছেন ৬০ টাকা।

রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, প্রতি টন পেঁয়াজ ৪১০ ডলার এলসি মূল্য নির্ধারণ করে ১০ শতাংশ হারে শুল্কায়ন করা হচ্ছে। এতে টাকার হিসাবে দাঁড়িয়েছে ৫৫ টাকা ২৭ পয়সা।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, এ পর্যন্ত হিলি বন্দরে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। পূর্বের আইপি (আমদানির অনুমতি) মেয়াদ চলতি বছরের ৩ মার্চ শেষ হওয়ায়, ওইদিন থেকে আমদানি বন্ধ ছিল। আবারও আইপি পাওয়ায় আমদানি শুরু হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

নাটোরে ড্যাব নেতাকে গলাকেটে হত্যা, সাবেক পিএ আসাদ গ্রেপ্তার
নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ ঠেকানোর আশ্বাস প্রধান উপদেষ্টার
বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝