বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
অভিনেত্রী শমী কায়সার কারামুক্ত
বিনোদন ডেস্ক
Publish: Friday, 15 August, 2025, 7:42 AM

অভিনেত্রী শমী কায়সার জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ৫ নভেম্বর রাতে উত্তরার বাসা থেকে শমী কায়সারকে আটক করা হয়েছিল। পরে তাঁকে জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উত্তরা পূর্ব থানার ওই মামলায় নিম্ন আদালত থেকে জামিন না পাওয়া কারণে শমী হাইকোর্টে আবেদন করেন এবং শেষমেশ ১২ মার্চ জামিন পান।

এর মধ্যে গত ৯ এপ্রিল আজমপুরের এক কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা আরেকটি মামলায়ও তাঁকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলাতেও গত সোমবার তিনি জামিন পান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৪ আগস্ট শমী কায়সার দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

শমী কায়সার অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। এছাড়াও তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝