Publish: Thursday, 14 August, 2025, 7:57 AM

সাতক্ষীরায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত এগারোটায় এক জেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, ধানদিয়া ইউনিয়ন বিএনপিস সাবেক আহ্বায়ক আবুল হাসান, ইউনিয়ন বিএনপির কর্মী ইব্রাহিম খলিল, মোঃ লিটন, সাইফুল ইসলাম ও জেলা ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু।
জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্দেশে জেলা বিএনপির উদ্যোগে সম্প্রতি গঠিত ইউনিয়ন কমিটির বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপ ও দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।
ডার্ক টু হোপ/এসএইচ