Publish: Saturday, 9 August, 2025, 10:40 PM

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাচালান পণ্য আটক করতে গিয়ে নৌকা ডুবে মাসুম বিল্লাহ নামে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, আমবাড়ি এলাকায় পিয়াইন নদীতে বিকেলে নৌকাবোঝাই ভারতীয় চোরাচালান পণ্য ধাওয়া করেন সোনারহাট বিজিবি ক্যাম্পের মাসুম বিল্লাহসহ অন্যান্য বিজিবি সদস্যরা। তখন ভারতীয় চোরাচালান পণ্যবোঝাই নৌকার ধাক্কায় বিজিবির নৌকাটি তলিয়ে যায়। এসময় পানিতে ডুবে মাসুম বিল্লাহ নিখোঁজ হন।
তিনি আরো জানান, এখন পর্যন্ত ওই বিজিবি সদস্যকে উদ্ধার করা যায়নি। উদ্ধার কাজ অব্যাহত রেখেছে স্থানীয় ডুবুরি দল, ফায়ার সার্ভিসের সদস্যসহ সংশ্লিষ্টরা।
ডার্ক টু হোপ/এসএইচ