পারিবারিক মামলার আসামি কোর্ট হাজতখানা থেকে কারাগারে নেয়ার সময় পুলিশ হেফাজতে থাকা আসামি পলায়নের খবর পাওয়া গেছে। এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন কোর্ট ইন্সপেক্টর মিজানুর রহমান।
পলাতক আসামির নাম আল আমিন। সে বরগুনার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে প্রথম স্ত্রী বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে পারিবারিক ডিক্রি মোকদ্দমা করে ২০১৮ সালে।
জানা গেছে, পারিবারিক আদালতের মামলা নং ৩৬/২০১৮ সনের মোকদ্দমার বিবাদী আল আমিনের বিরুদ্ধে ডিক্রীদানের নির্দেশ দেয়া।
আল আমিন আদালতের আদেশের বিপরীতে পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গতকাল বরগুনা পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বরগুনা সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
রোববার (৩ আগষ্ট) বিকেলে পৌনে চারটার সময় আসামিদের কারাগারে নেয়ার সময় জজ কোর্টের প্রধান ফটকের সামনে থেকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় হ্যান্ডকাফ হাতের ভিতর থেকে বের করে পালিয়ে যায়।
এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, কারাগারে নেয়ার সময় হাত চিকন থাকায় হ্যান্ডকাফ খুলে এক আসামি পালিয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ তাকে খুঁজতেছে। এ বিষয়ে আমাদের কোনো কর্তব্য পালনের অবহেলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
ডার্ক টু হোপ/এসএইচ