বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
দুদকেও দুর্নীতি আছে: আবদুল মোমেন
বরিশাল ব্যুরো
Publish: Thursday, 31 July, 2025, 5:20 PM

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো সমাজবর্হিভূত প্রতিষ্ঠান নয়, এখানেও দুর্নীতি বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর জন্য নিরলসভাবে কাজ করছেন।

বরিশাল নগরীর সিএন্ডবি রোডে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ছয়তলা আধুনিক দুদক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব মন্তব্য করেন।

সরকারের দুর্বলতার অন্যতম কারণ হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করে ড. মোমেন বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারলে জনগণ ভালো থাকবে এবং সরকারও স্বস্তিতে থাকবে। দুর্নীতিই সরকারের পতনের একটি প্রধান কারণ।

তিনি আরও বলেন, আমরা কাউকেই ছাড় দিচ্ছি না। যারা খালাস পাচ্ছে, তাদের বিরুদ্ধেও আপিল করা হয়। আদালত, সাংবাদিক ও সমাজের সবার দায়িত্ব রয়েছে। যদি সবাই সঠিকভাবে কাজ করেন, তবে দুর্নীতি দমন সম্ভব।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ড. মোমেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে ‘দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা’ বিষয়ক মতবিনিময় সভায় আলোচনা করেন। ছয়তলা বিশিষ্ট এই আধুনিক দুদক ভবনটি প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

নাটোরে ড্যাব নেতাকে গলাকেটে হত্যা, সাবেক পিএ আসাদ গ্রেপ্তার
নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ ঠেকানোর আশ্বাস প্রধান উপদেষ্টার
বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝