বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
নেত্রকোনা ৩ আসনের সাবেক এমপি পিন্টু আর নেই
নেত্রকোনা প্রতিনিধি
Publish: Monday, 28 July, 2025, 11:40 PM

জাতীয় সংসদের ১৫৯ নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২৮ জুলাই) দুপুরে ঢাকায় নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজ মাঠে প্রথম, দুপুর সোয়া ২টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দ্বিতীয় এবং একই দিন বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার কচন্দরা গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ২০০৯ সালে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
নেপাল সফরে বাংলাদেশ দলে থাকছেন না হামজা চৌধুরি
নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝