বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫,
১৯ ভাদ্র ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
খুলনায় মদপানে ৫ জনের মৃত্যু
খুলনা ব্যুরো
Publish: Saturday, 19 July, 2025, 8:34 PM

খুলনা নগরীর বয়রা শেরের মোড় এলাকায় ‘দেশি মদ্যপানের’ পর পাঁচ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে গুরুতর অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা মারা যান। হাসপাতালের নথিতে মৃত্যুর কারণ হিসেবে ‘অজ্ঞাত বিষক্রিয়া’র কথা উল্লেখ রয়েছে। তবে পুলিশ বলছে, হাতে তৈরি ‘দেশি মদ্যপানের’ পর তারা মারা গেছেন।

মৃত ব্যক্তিরা হলেন- সোনাডাঙ্গার বয়রা শেরের মোড়ের আবদুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আবদুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা মেলার মাঠ সংলগ্ন আজিবর (৫৯) এবং খালিশপুরের খুলনা পাবলিক কলেজের তোতা (৬০)। এর মধ্যে তোতাকে তার গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে দেখা গেছে, শনিবার বিকাল সোয়া ৪টায় ওই পাঁচ ব্যক্তিতে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাদের মেডিসিন ওয়ার্ডে নেওয়ার পথেই একে একে সবার মৃত্যু হয়। তখন স্বজনরা মরদেহ নিয়ে দ্রুত বাড়ি চলে যান।

ঘটনাস্থলে থাকা নগরীর সোনাডাঙ্গা থানার এস আই আবদুল হাই সমকালকে বলেন, ‘বিভিন্ন উপকরণ দিয়ে দেশি মদ তৈরি করে পান করছিলেন ছয় জন। এর মধ্যে পাঁচ জন মারা গেছেন, একজন বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারগুলো বাড়ি নিয়ে গেছে। ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।’

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

নাটোরে ড্যাব নেতাকে গলাকেটে হত্যা, সাবেক পিএ আসাদ গ্রেপ্তার
নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ ঠেকানোর আশ্বাস প্রধান উপদেষ্টার
বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি, শুক্রবার চট্টগ্রামে মহাসমাবেশ
নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
সহকর্মীর সঙ্গে প্রেম, নেসলের সিইও লরেন্ট ফ্রেইক্স বরখাস্ত
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝