Publish: Thursday, 17 July, 2025, 8:13 AM

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে দিনভর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত ও সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। এতে জেলাশহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে।
আজ সকালে দেখা গেছে, কারফিউ থাকলেও দিনমজুর, খেটে খাওয়া মানুষ রাস্তায় বেরিয়েছে। তবে এই ঘটনায় মামলা, অভিযান বা কেউ গ্রেপ্তার হয়েছেন কি না, তা পুলিশ নিশ্চিত করেনি।
জেলা প্রশাসন থেকে মাইকিং করে জনগণকে বাইরে না আসার ঘোষণা দেওয়া হয়েছে এরইমধ্যে। রাত থেকে জেলা সদরে লোকজনের চলাচল কমে গেছে।
বুধবার প্রায় ৩ ঘণ্টার সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। এনসিপির সমাবেশের আগে ও পরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা। বিকেল পৌনে ৩টার দিকে এনসিপির সমাবেশ শেষ হওয়ার পর পরই ছাত্রলীগের দ্বিতীয় দফা হামলা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ চলে ঘণ্টার পর ঘণ্টা।
সংঘর্ষের সূত্রপাত এনসিপি নেতাদের শহরে ঢোকার আগেই। পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মাধ্য দিয়ে। পরে ইউএনওর গাড়িতেও হামলার ঘটনা ঘটে।
কেন্দ্রীয় নেতাদের সমাবেশ স্থলে পৌঁছানোর আগেই দুপুর দেড়টার দিকে এনসিপির সমাবেশ মঞ্চে প্রথম দফা হামলা করে বিক্ষুব্ধ জনতা।
এনসিপির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হলে তাদের ঘিরে ফেলে হামলাকারীরা। পরে, এনসিপি ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে পালিয়ে যায় হামলাকারীরা। এ সময় এনসিপি সেখানে সমাবেশ শুরু করে। যদিও এসব হামলার ঘটনায় পুলিশকে নিষ্ক্রীয় থাকার অভিযোগ করেন এনসিপির নেতারা।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতারা পুলিশি নিরাপত্তায় টেকেরহাট হয়ে মাদারীপুর যাওয়ার পথে দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে ফের হামলা। সমাবেশস্থলের চেয়ারসহ অন্যান্য সরঞ্জাম রাস্তায় এনে পুড়িয়ে দেওয়া হয়। হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে যান এনসিপি নেতারা।
এরপর পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ; জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস। থমথমে পরিস্থিতি গোটা শহরে।
দেশ গড়তে জুলাই ‘পদযাত্রা’ কর্মসূচি নিয়ে পয়লা জুলাই থেকে সারা দেশ ছুটে বেড়াচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুর দল এনসিপি।
ডার্ক টু হোপ/এসএইচ