Publish: Thursday, 1 May, 2025, 4:36 PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ও ১০(৩) ধারা অনুসারে উক্ত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস চ্যান্সেলর নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের ভিসি হিসেবে রুটিন দায়িত্ব পালনের নিমিত্ত নিয়োগ প্রদান করা হলো।
তাঁর নিয়োগ নিয়ে প্রজ্ঞাপনে চারটি শর্ত আরোপ করা হয়।
শর্তগুলো হলো, তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি একটি গোলযোগকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রায় দুই মাস অস্থিতিশীল অবস্থায় থাকে। এক পর্যায়ে কুয়েটের ভিসিবিরোধী ছাত্রদের ৩ দিনের আমরণ অনশন শেষে গত ২৫ এপ্রিলের এক প্রজ্ঞাপনে কুয়েটের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও প্রো-ভিসি অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রায় এক সপ্তাহ পর শুধুমাত্র অন্তর্বর্তী সময়ের জন্য ভিসি নিয়োগ দেওয়া হলেও প্রো-ভিসি পদ এখনো শূন্য রয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ