শনিবার, ১২ জুলাই ২০২৫,
২৮ আষাঢ় ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১২ জুলাই ২০২৫
মতামত
শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকলে দেশকে আজ কাঁদতে হতো না
নয়ন বিশ্বাস রকি
Publish: Monday, 7 April, 2025, 2:38 AM
মাননীয় প্রধানমন্ত্রীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবনের সবথেকে মূল্যবান সময় গুলো কারাবন্দি হিসাবেই কাটাতে হয়েছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে তাঁর জীবনে বারবার এই দুঃখসহ নিঃসঙ্গ  কারাজীবন নেমে আসে। তবে তিনি কখনো আপোষ করেননি । ফাঁসির দড়িকেও ভয় করেন নাই।  জনগণই ছিল অন্ত:প্রাণ । মানুষের দুঃখে তাঁর মন কাঁদতো । বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, সোনার বাংলা  গড়বেন - এটাই ছিল তার একমাত্র ব্রত। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য- এই মৌলিক অধিকারগুলো পূরণের মাধ্যমে মানুষ উন্নত জীবন পাবে, দারিদ্র্যের কশাঘাত থেকে মুক্তি পাবে। সেই চিন্তা ছিল তাঁর প্রতিনিয়ত মনে। যে কারণে তিনি জীবনের সব সুখ আরাম আয়েশ ত্যাগ করে জনগণের দাবি আদায়ের জন্য এক আদর্শবাদী আত্মত্যাগী রাজনৈতিক নেতা হিসেবে আজীবন সংগ্রাম করে গেছেন, বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীনতা।  বাঙালি জাতিকে বিশ্বে বীর হিসাবে দিয়েছেন অনন্য মর্যাদা , স্বাধীন  সার্বভৌম বাংলাদেশ নামে বিশ্বে এক রাষ্ট্র সৃষ্টি করেছেন।
 

তাঁর সুযোগ্য তনয়া পিতার পথ চলা আদর্শকে হৃদয়ে ধারণ ও লালন করে জুরির তলাবিহীন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব দরবারে আত্মমর্যাদার সাথে। শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন। প্রিয় নেত্রী বাংলাদেশকে যত্ন সহকারে মনের মাধুরী দিয়ে  জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করে দিনরাত কাজ করে বাঙালি জাতিকে উপহার দিয়েছেন ডিজিটাল স্মার্ট বাংলাদেশ।  
 
বর্তমানে বাংলাদেশের সংস্কারের নামে স্বাধীন ডিজিটাল স্মার্ট বাংলাদেশকে ধ্বংস করার অবলীলায় মেতে উঠেছে অধ্যাপক মোঃ ইউনুস। মানুষের স্বাধীনতা হরণ করেছে, বাংলাদেশের সর্বস্তরের মানুষকে হুমকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সুশাসনের পরবর্তীতে চলছে অপশাসন। আজ বিচার বিভাগ অসহায় নীরবে কাঁদে। বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায় ইতিহাস ঐতিহ্য মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার বিলীন করার অপচেষ্টা চলমান। বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করতে চায়, যে পাকিস্তান ১৯৭১ সালে গণহত্যা চালিয়েছিল ৩০ লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্মানহানী করেছিল, তাদের সাথে সুসম্পর্ক তৈরি করে কি স্থাপন করতে চায়? ছাত্রলীগের শত শত নিরপরাধ কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা পরীক্ষা হল থেকে বাহির করে দেওয়া জোর করে পুলিশের কাছে সোপর্দ করা এই কি সংস্কার? শত শত ছাত্রলীগের কর্মীকে নির্মমভাবে হত্যা করা।
 
মৌলবাদীদের কে আশ্রয় প্রশ্রয় দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশে কি স্থাপন করতে চায়? মানুষের বাকস্বাধীনতা নেই মানবাধিকার নেই বিরোধী দলের মত প্রকাশকে দমন নিপীড়ন নির্যাতন কৌশল হিসেবে অবলম্বন করে   হাজার হাজার মিথ্যা মামলা।  বাংলাদেশের মানুষের শান্তিতে ঘুম কেড়ে নিয়েছে রাতের আধারে চারিদিকে নৈরাজ্য অস্থিতিশীল চুরি ডাকাতি ছিনতাই লুটপাট। বিচারপতিকে জোরপূর্বক অপসারণ, কোর্টে আইনজীবীকে বেধড়ক মারধর, শিক্ষককে অপমান লাঞ্ছিত করা, বাংলাদেশের নাটক , সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রাম বাংলার ঐতিহ্য যাত্রাপালা বাউল গান সবকিছু বন্ধ করে দেওয়া এই কি প্রফেসর মোহাম্মদ ইউনুসের সংস্কারের বাংলাদেশ? সারা বাংলাদেশে বুলডোজার দিয়ে হাজার হাজার গড় বাসাবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া , বৈষম্য বিরোধী সমন্বয়কারী রা বদলির বাণিজ্য চাঁদাবাজি  দখল বাজি অগ্নিসংযোগ , এই কি সংস্কার স্বাধীন বাংলাদেশ পরাধীন করার পরিকল্পনা হাতে নিয়েছে মোঃ ইউনুস ।
 










আজকে বাংলাদেশের মানুষ নিরাপদ শান্তিতে চলাফেরা করতে পারছে না আতঙ্কের সম্মুখে দাঁড়িয়ে জীবন জীবিকা পরিচালনা করতে হচ্ছে।  মুক্তিযোদ্ধা কে অপমান করা ইতিহাস ধ্বংস করে দেওয়া এই কি সংস্কার মোঃ ইউনূসের? বাংলাদেশকে অন্ধকারের দিকে ধাবিত করেছে, লক্ষ লক্ষ সাধারণ শ্রমিক বেকার মানবেতর জীবনযাপন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আকাশ চুয়া দাম মানুষের  ক্ষমতার বাহিরে চলে গিয়েছে। ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ বেশি শক্তি দিয়ে জামাত বিএনপি চালাচ্ছে আর লুটপাটের মহা উৎসব চলছে।  বাংলাদেশের অলি , গলি, জল মহল, টেম্পু স্ট্যান্ড , অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সবকিছু দখল করে নিয়েছে চলছে চাঁদাবাজির হরির লুট। শত শত সরকারি কর্মকর্তাকে  অন্যায় ভাবে অবসরে পাঠানো,  শত শত পুলিশ সদস্য চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া, শতশত সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়া ।
 
প্রতিদিন আন্দোলন আর আন্দোলন চারিদিকে পুকুরে নদী নালা খাল জঙ্গলে মৃত মানুষের লাশ পাওয়া যায়। চারিদিকে শতশত শিশু নারী নির্যাতন ধর্ষণ প্রতিযোগিতা মহামারী চলছে   কার কাছে বিচার দিবে নিরব কন্যা। শত মায়ের আহাজারি কান্না । ছেলেকে না পেয়ে বাবাকে নিয়ে আসছে পুলিশ গ্রেফতার করে, মাকে নামাজ অবস্থায় হত্যা করেছে, হাজার হাজার ঘটনা ঘটছে।  পাঁচ শ্রেণীর পড়াশোনা আজকে ধ্বংসের দিকে বই নেই ছাত্রদেরকে ধ্বংসের অন্ধকারের দিকে পথ  শিখিয়েছে মোঃ ইউনুস। আজকে বিশ্ববিদ্যালয় পড়াশোনার নামে হয় নৈরাজ্য ।  
 
অরাজকতা আর  অরাজকতা নৈরাজ্য অস্থিতিশীল নিরাপত্তাহীনতার বাংলাদেশ ।এই বাংলাদেশ তো কখনো চাইনি আমরা। তাই এটাই এখন অনেকের মনে হয় যে শেখ হাসিনার হাতে থাকলে বাংলাদেশ আজ পথ হারাতনা ।
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা
টলিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১
অতিরিক্ত সচিবসহ তিনজনকে ওএসডি
সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা নিষিদ্ধ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা
মতামত- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝