মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫,
২ পৌষ ১৪৩২
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
আইন-আদালত
আদালত প্রাঙ্গণে নিরাপত্তা অত্যন্ত জরুরি: আইজিপিকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের চিঠি
নিউজ ডেস্ক
Publish: Monday, 15 December, 2025, 7:03 PM

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরি উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয়। সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী রোববার (১৪ ডিসেম্বর) এ  চিঠি দেন।

'দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের অধস্তন আদালতসমূহে নিরাপত্তা জোরদারকরণ ও প্রয়োজনীয় নিরাপত্তা বিধান গ্রহণ প্রসঙ্গে' শীর্ষক ওই স্মারকে বলা হয়,  বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অধস্তন আদালতসমূহে প্রতিদিন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের উপস্থিতিতে বিচারকার্য পরিচালিত হয়ে থাকে। বর্তমান দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

উল্লেখ্য যে, নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট রুমে (এজলাস কক্ষে) আইনজীবী ব্যতীত বিচারপ্রার্থী ও অপ্রত্যাশিত ব্যক্তিবর্গের প্রবেশাধিকার সীমিত/নিয়ন্ত্রিত করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, বৈধ ও অবৈধ অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

এমতাবস্থায়, উক্ত সিদ্ধান্তের আলোকে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের অধস্তন আদালতসমূহে-(ক) আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে প্রবেশ নিয়ন্ত্রণ, (খ) বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের গতিবিধি তদারকি, (গ) আদালত এলাকায় যেকোনো প্রকার সমাবেশ, মিছিল ও নিষিদ্ধ সামগ্রী বহন রোধ, (ঘ) বিচারকগণের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাঁদের সরকারি ও ব্যক্তিগত বাসভবনের নিরাপত্তা জোরদারকরণ, (ঙ) পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারকরণসহ প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করা অত্যন্ত জরুরি।

চিঠিতে বলা হয়েছে- তাই, দেশের অধস্তন আদালতসমূহে বিচারকার্য নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
কুষ্টিয়ায় কাভার্ডভ্যান চাপায় ওসি ও এএসআইয়ের মৃত্যু
গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল
নারায়ণগঞ্জে রাস্তার পাশ থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার
বিজয় দিবস নিয়ে বিবৃতিতে যা বলল ভারতীয় সেনাবাহিনী
আইন-আদালত- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝