Publish: Friday, 12 December, 2025, 10:43 PM

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত নার্গিস মোহাম্মাদিকে শুক্রবার (১২ ডিসেম্বর) ইরানি নিরাপত্তা বাহিনী ‘সহিংসভাবে’ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন তার সমর্থকেরা। এ ঘটনা ঘটে এ মাসের শুরুর দিকে মৃত্যুবরণ করা একজন আইনজীবীর স্মরণসভায়।
২০২৪ সালের ডিসেম্বর মাসে কারামুক্তির অস্থায়ী অনুমতি পাওয়া মোহাম্মাদি সেই স্মরণসভায় আরো কয়েকজন কর্মীসহ আটক হন। মোহাম্মাদির ফাউন্ডেশন এক্সে দেওয়া পোস্টে জানায়, আইনজীবী খসরো আলিকর্দিকে গত সপ্তাহে তার কার্যালয়ে মৃত অবস্থায় পাওয়া যায়।
এক্সে দেওয়া পৃথক পোস্টে মোহাম্মাদির প্যারিসে থাকা স্বামী তাঘি রাহমানি লিখেছেন, পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠান থেকে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে আটক হয়েছেন আরেক খ্যাতনামা কর্মী সেপিদে গলিয়ান।
ডার্ক টু হোপ/এসএইচ