Publish: Friday, 12 December, 2025, 10:26 PM

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় দেওয়ান পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ডার্ক টু হোপ/এসএইচ