শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫,
২৯ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
জাতীয়
বিক্ষোভ করায় সচিবালয়ের ৪ কর্মচারীকে আটক
নিউজ ডেস্ক
Publish: Thursday, 11 December, 2025, 6:24 PM

অর্থ উপদেষ্টাকে সচিবালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভকারী ৪ কর্মচারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয় থেকে তাদের আটক করা হয়। আটকের এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান। আটককৃত চারজন হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সংযুক্ত পরিষদের সহসভাপতি শাহিন গোলাম রাব্বানী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা নিজামুদ্দিন। আরেকজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ডিএমপির যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান বলেন, চারজনকে আটক করেছি। যাচাই-বাছাই করে দেখা হবে, কার কতটুকু দায় আছে। স্পটে যারা আইন ভেঙেছে, তাদের মধ্য থেকে বেছে বেছে কয়েকজনকে আটক করা হয়েছে। এটা অব্যাহত থাকলে যতজন আইন ভাঙবে সবাইকে আইনের আওতায় আনা হবে। ভিডিও ফুটেজ আছে, সেগুলো যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সানা শামীনুর রহমান, সচিবালয় প্রশাসনের কেন্দ্রবিন্দু। দেশে যতগুলো কেপিআই আছে, তার মধ্যে অন্যতম প্রধান কেপিআই সচিবালয়। বিগত দিনে এখানে কর্মচারীর নামে উচ্ছৃঙ্খলা করেছে। গতকাল (১০ ডিসেম্বর) রাতেও তাদের অনেক বুঝিয়েছি, কিন্তু তারা প্রশাসনের কোনো কথা শোনেনি। তারা অব্যাহতভাবে হুমকি-ধমকি দিয়ে চলেছে। 

সচিবালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ-মিটিং করার অনুমতি নেই জানিয়ে সানা তিনি বলেন, ডিএমপি সার্কুলার দিয়ে সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যমুনায় মিছিলি মিটিং যেকোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।  গতকাল বুধবার এবং আজকেও তাদের বার্তা দেয়া হয়েছে, সচিবালয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কিছু করবেন না। গতকাল তারা আইন ভঙ্গ করে অর্থ উপদেষ্টাকে জিম্মি করে তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র কি না, সেটি খতিয়ে দেখছি। 

এর আগে, বৃহস্পতিবার বিকালে সচিবালয়ের বাদামতলায় সমবেত হন আন্দোলনকারীরা। তারা জানান, আজকের মধ্যে সচিবালয় ভাতার সরকারি আদেশ জারি না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি। কর্মবিরতির এ কর্মসূচি ঘোষণা দেন সচিবালয় সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবির।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে টানা ৬ ঘণ্টা ‘সচিবাল ভাতা’র দাবিদে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন সচিবালয়ে কর্মরত কর্মচারীরা। এদিন রাত ৮টায় পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেন অর্থ উপদেষ্টা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করে আন্দোলনকারীদের বাঁশি বাজিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। 

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ১ লাখ ছাড়াল
মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
ইলন মাস্কের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ ইমরান খানের সাবেক স্ত্রীর
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ চালুর সিদ্ধান্ত, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স
গ্যাস-পানির বিল বকেয়া থাকলে বাতিল হবে প্রার্থীর মনোনয়নপত্র
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝